একরত্তি ছেলে, প্রিয় মানুষের সঙ্গ, হাতে কাজ, সম্ভবত জীবনের সেরা সময়টা কাটাচ্ছেন অভিনেত্রী নুসরত জাহান। যশের সঙ্গে সিনেমা দেখা থেকে শুরু করে বিদেশ ভ্রমণ, কাজ সামলে ব্যক্তিগত জীবনকে উপভোগ করতেও খামতি রাখেন না নুসরত। আজই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন যশ, সেখানে দেখা যাচ্ছে নুসরতের সঙ্গে সিনেমাহলে গিয়েছেন যশ। সেই ছবিতে দেখা গেল যশের গালে চুম্বন আঁকছেন নুসরত, আর হাসিতে ভরে রয়েছে যশের মুখ। সদ্য সোশ্যাল মিডিয়ায় আকাশি শাড়িতে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন নুসরত। খোলা চুল আর ভারি দুলে মোহময়ী দেখাচ্ছিল নুসরতকে, শাড়ির রঙে দারুণ মানিয়েছিল তাঁকে। হাতে রঙিন চুড়ি আর হাত কাটা ব্লাউজে নুসরতকে মোহময়ী দেখাচ্ছিল। তাঁর ছবির প্রশংসা করেছেন অনুরাগীরাও। ব্যক্তিগত জীবনের পাশাপাশি সাংসদের দায়িত্বও সামলাচ্ছেন নুসরত, নিজের এলাকাতেও যাতায়াত করছেন তিনি। সদ্য নিজের বিধানসভা এলাকায় দীর্ঘদিন না যাওয়ায় নিখোঁজ পোস্টার পড়েছিল নুসরতের নামে। কিন্তু সেই অভিমান মুছে দিয়েছেন নুসরত।