ঋতু অনুযায়ী গাছ লাগাতে পারেন।

ঋতু অনুযায়ী গাছ লাগাতে পারেন।

সারা বছর ফুল দেয় এমন গাছও থাকে অনেকের বাড়িতে।

সারা বছর ফুল দেয় এমন গাছও থাকে অনেকের বাড়িতে।

রোদ দিকে মুখ করে গাছ রাখুন।

রোদ দিকে মুখ করে গাছ রাখুন।

সবার প্রথমে মাটিতে নজর দিন।

সবার প্রথমে মাটিতে নজর দিন।

গোবর সার বা যেকোনও জৈব সার দিতে পারেন।

গোবর সার বা যেকোনও জৈব সার দিতে পারেন।

এনপিকে অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস সার দিতে পারেন।

এনপিকে অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস সার দিতে পারেন।

সার কিনে জলে মিশিয়ে স্প্রে করুন গাছে।

সার কিনে জলে মিশিয়ে স্প্রে করুন গাছে।

ছত্রাক ধরলেও গাছে ফুল ধরা বন্ধ হয়।

ছত্রাক ধরলেও গাছে ফুল ধরা বন্ধ হয়।

সেক্ষেত্রেও গাছের জন্য ওষুধ ব্যবহার করতে হবে।

সেক্ষেত্রেও গাছের জন্য ওষুধ ব্যবহার করতে হবে।

জৈব সারের দোকানে গেলে সহজেই ওষুধ পাবেন।

জৈব সারের দোকানে গেলে সহজেই ওষুধ পাবেন।