Image Source: pixabay

সৌন্দর্যের জন্য গোলাপ বহু লোকের প্রিয়। শুধু দেখতে সুন্দরই নয়, গোলাপের বহু গুণও রয়েছে।

Image Source: pixabay

বহু প্রাচীন কাল থেকেই রূপচর্চার জন্য ব্যবহার হয়ে আসছে গোপালের পাপড়ি।

Image Source: pixabay

ব্রণ-ফুঁসকুড়ি কমাতে, ত্বকে আরাম দিতে জুড়ি নেই গোলাপের পাপড়ির।

Image Source: pixabay

গোলাপে ব্যাকটেরিয়ানাশক গুণ রয়েছে, সেই কারণে ব্রণ কমাতে উপকারী। সংবেদনশীল ত্বকের জন্য ব্যবহার হয়।

Image Source: pixabay

ত্বকের স্বাস্থ্যের জন্য ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখা খুব জরুরি। গোলাপের পাপড়ি সেই কাজে সাহায্য করে।

Image Source: pixabay

গোলাপের পাপড়ি বা গোলাপজল দুটোই ত্বকের, বিশেষ করে মুখের ত্বকের আর্দ্রতা বজায় রাখে।

Image Source: pixabay

গোলাপে প্রাকৃতিক তেল রয়েছে।  সেটা ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী। ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে।

Image Source: pixabay

রাসায়নিক নির্ভর টোনার ব্য়বহার করেন অনেকে। কিন্তু গোলাপের পাপড়ি প্রাকৃতিক টোনার। ত্বকের অতিরিক্ত তেল দূর করতে, ত্বকের pores খুলতে সাহায্য করে।

Image Source: pixabay

দিনভর সতেজ থাকতেও গোলাপের পাপড়ি করা হতো। স্নানের জলে অথবা গোলাপজল দিয়ে মুখ ধোওয়ার চল রয়েছে।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।

Thanks for Reading. UP NEXT

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগের অপেক্ষায় এই ৫ ভারতীয়

View next story