চুলের ডগা ফেটে গিয়েছে?

ক্ষতিগ্রস্থ অংশ কেটে ফেলার পরামর্শ বিশেষজ্ঞদের

চুলে জেল্লা ফেরাবে ভিটামিন

রোজকার খাবারের তালিকায় ডিম, দুধ, বাদাম এবং শাকসব্জি রাখুন

চুলের জন্য দারুণ উপকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড

প্রয়োজন না হলে রোজ শ্যাম্পু না করাই ভালো

এতে চুলের স্বাভাবিক আদ্রতা নষ্ট হয়ে যেতে পারে

এয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাবেন না

চুলকে আরও রুক্ষ করে তোলে এয়ার ড্রায়ার

প্রায়ই চুল স্ট্রেট কিংবা কার্ল করছেন?

ত্বকের মতো চুলের জন্যও ক্ষতিকারক গরম জল

তাই ঠান্ডা জলে স্নান করার চেষ্টা করুন

চুলের শুষ্কতা দূর করতে কার্যকরী এসেনশিয়াল অয়েল

চুলের ডগা ফাটা রোধ করতেও সাহায্য করে

সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে দূরে থাকুন

চুলকে ময়শ্চারাইজ করতে দারুণ উপকারী নারকেল তেল

২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিন