প্রথমে আয়কর জমা দেওয়ার সাইট www.incometax.gov.in.-এ যেতে হবে প্যান, আধারের তথ্য এবং ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে e-File মেনুতে যেতে হবে, এরপর ক্লিক করতে হবে Income Tax Return লিঙ্কে বছর, ফর্ম নম্বর, ফাইলের ধরন, জমা দেওয়রা পদ্ধতি পূরণ করতে হবে তথ্য যাচাই করার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশনে ক্লিক করে ফর্মের পূরণ করতে হবে তথ্য সংরক্ষণ করে রাখার জন্য করতে হবে সেভ ড্রাফট বার্ষিক আয়, প্রদত্ত করের মতো তথ্য যাচাই করা প্রয়োজন Taxes Paid and Verification- এ যাচাই করার অপশন পাওয়া যাবে যাচাই হলে সবশেষে সাবমিট অপশনে ক্লিক করতে হবে