৩১ মার্চের আগেই সেরে ফেলতে হবে প্যান আধারের লিঙ্ক। লিঙ্ক না করা হলে অকেজো হয়ে যাবে PAN card কাজটা বাড়িতে বসেই অনলাইনে করা সম্ভব। কী সেই পদ্ধতি? প্রথমে যেতে হবে ইনকাম ট্যাক্স e-filing পোর্টালে। https://incometaxindiaefiling.gov.in আগে রেজিস্ট্রেশন করতে হবে, Used ID হবে PAN নম্বর Used ID, পাসওয়ার্ড ও জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে। লিঙ্কের জন্য প্রোফাইল সেটিংসে গিয়ে link Adhaar অপশনে ক্লিক করতে হবে। যা যা তথ্য চাওয়া হয়েছে তা দিতে হবে, একবার দেখে নিয়ে হবে যাবতীয় তথ্য ঠিক রয়েছে কিনা, বানান ঠিক রয়েছে কিনা। সব তথ্য় দেওয়া হয়ে গেলে Link Now -তে ক্লিক করতে হবে। তাহলেই হয়ে যাবে পুরো প্রক্রিয়া https://www.utiitsl.com/ বা https://www.egov-nsdl.co.in/ এই দুটি সাইটেও PAN ও আধার লিঙ্ক করা যাবে