৩১ মার্চের মধ্যেই PAN-আধার লিঙ্ক না হলে PAN অকেজো হয়ে যাবে। তাহলে কী কী অসুবিধা হতে পারে? আধারের সঙ্গে লিঙ্ক না করা হলে PAN অকেজো হয়ে যাবে। PAN না থাকলে TDS/TCS -আরও বেশি হারে কাটা হতে পারে। শেয়ার মার্কেট লগ্নি বা লেনদেন করা সম্ভব হবে না। একাধিক ব্যাঙ্কিং পরিষেবাও নেওয়া যাবে না। ৫০ হাজার টাকার বেশি ফিক্সড ডিপোজিট করা যাবে না। একসঙ্গে ৫০ হাজার টাকার বেশি নগদ জমা দেওয়া যাবে না। নতুন ডেবিট বা ক্রেডিট কার্ড নেওয়া যাবে না। মিউচুয়াল ফান্ডে লগ্নি করা যাবে, লগ্নি করা টাকা তোলাও যাবে না। ৫০ হাজার টাকার বেশি বিদেশি মুদ্রা কেনা যাবে না।