৭৭তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী পরলেন বাঁধনি পাগড়ি। সঙ্গে অফ-হোয়াইট কুর্তা, কালো নেহরু জ্যাকেট

গতবার বেছে নিয়েছিলেন সাদা কুর্তা ও পাজামা। সঙ্গে নীল রঙের নেহরু কোট। তেরঙ্গা ছাপানো সাদা পাগড়ি ছিল মাথায়

২০২১: জাফরান রঙের পাগড়ি, সঙ্গে লাল রঙের প্রিন্ট। স্বাধীনতার ৭৫তম বৎসরে লম্বা ঝুল, কুর্তা, নীল জ্যাকেট ও স্টোল

২০২০ সালে ছিল গেরুয়া এবং ক্রিম রঙা পাগড়ি। জাফরান পাড়ের সাদা স্কার্ফের সঙ্গে হাফ-হাতা কুর্তা

২০১৯ সালে প্রধানমন্ত্রীর মাথায় ছিল পাঁচ রঙা পাগড়ি। গায়ে সাদা হাফ হাতা কুর্তা এবং 'চুড়িদার'-এর মতো বটম

প্রধানমন্ত্রী ২০১৮ সালে জাফরান পাগড়ি পরিধান করেছিলেন, জাফরান পাগড়িতে লাল রঙের একটি ড্যাশ ছিল

২০১৭ সালে তাঁর পাগড়ি ছিল লাল ও কমলা রঙের। আড়াআড়িভাবে ছিল রঙের বিস্তার। সঙ্গে হাফ হাতা হলুদ রঙা কুর্তা

২০১৬ : পরেছিলেন লাল, গোলাপি ও হলুদ রঙের রাজস্থানি সাফা। সঙ্গে সাদা হাফ হাতা কুর্তা ও চুড়িদার। পায়ে কালো জুতো

বহু রঙের ক্রিস-ক্রস লাইন সহ হলুদ পাগড়ি পরেছিলেন। ২০১৫য় গোলাপি ও হলুদ রঙের টাই এবং ডাই পাগড়ি বেছে নিয়েছিলেন

প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবার স্বাধীনতা দিবসে সবুজের সাথে উজ্জ্বল লাল রঙের একটি যোধপুরি বন্ধেজ পাগড়ি পরেছিলেন