রাজ পরিবারে জন্ম, রাজপাটের উত্তরাধিকারী রাজপাট চুকে গিয়েছে আগেই রয়েছে শুধু নামটুকুই তার পরেও জীবনে কম ওঠাপড়া চলেনি দেশের প্রথম ঘোষিত সমকামী যুবরাজ মানবেন্দ্র সিংহ গোহিল শৈশবেই সমকামী বলে বুঝতে পেরেছিলেন নিজেকে তার পরেও পরিবারের মতে দেখেশুনে বিবাহ করেন কিন্তু বিয়ে যেমন টেকেনি, নিজেও শান্তি পাননি সমকামী পরিচয় প্রকাশ হতেই ত্যাগ করে পরিবার ব্রেন সার্জারি, ইলেকট্রিক শক দেওয়ার কথাও ভাবে পরিবার আজও সমকামীদের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন