এক চাকরিতে কেটে গিয়েছে জীবনের অনেকটা সময় সাফল্যের যেমন মিলেছে, প্রাপ্য না পাওয়ার ক্ষোভও রয়েছে মাঝ বয়সে পৌঁছে এমন বোধ হওয়া আশ্চর্য নয় কিন্তু চাকরি ছাড়তে চেয়েও দায়িত্বের জন্য তা হয় না কর্পোরেট দুনিয়ায় তাকে বলে মিডলাইফ কেরিয়ার ক্রাইসিস সে ক্ষেত্রে কী করণীয়, বিশেষজ্ঞরা বলতে পারেন বয়স ৪০-এ গিয়ে ঠেকলে এমন সঙ্কট আসে সে ক্ষেত্রে কেরিয়ার কোচের সাহায্য নেওয়া যায় তাতে হয়ত নতুন করে নিজেকে চিনতে পারবেন নিজের মধ্যে সমস্ত সম্ভাবনাকে খুঁজে পাবেন নতুন করে