চুলের পরিচর্যার জন্য অনেক কিছু করেও যথেষ্ট ফল পাচ্ছেন না? একবার ঢেঁড়স ব্যবহার করবেন নাকি? অবাক হচ্ছেন? রান্নাঘরের চেনা জিনিসটির কিন্তু অনেক ধরনের গুণাগুণ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ঢেঁড়স মাথায় মাখা যায় তা হলে দারুণ কন্ডিশনারের কাজ করতে পারে। স্ক্য়ালপ-এ ব্যবহার করলেও দুরন্ত উপকার করতে পারে এটি। বিশেষত খসখসে স্ক্যালপে দারুণ কার্যকরী ঢেঁড়স। ডার্মাটোলজিস্টদের কেউ কেউ মনে করেন, খুসকির সমস্যা দূর করতেও দুরন্ত কাজে দেয় ঢেঁড়স। চুলের গোড়ায় থাকা আরও বেশ কিছু সমস্য়া সমাধানেও ভূমিকা রয়েছে রান্নাঘরের এই অন্য়তম পরিচিত উপাদানের। নিয়মিত ঢেঁড়স ব্যবহারে চুলের বৃদ্ধির হার বাড়ে বলেও মনে করেন অনেকে। চুলের ঔজ্জ্বল্য বাড়ে, উসকো-খুসকো ভাব কমাতে দারুণ ময়শ্চরাইজার হিসেবেও কাজ করে এটি। আপনার চুল যদি কোঁকড়ানো হয়, তা হলে হারিয়ে যাওয়া ঔজ্জ্বল্য ফিরে পেতেও সাহায্য করতে পারে ঢেঁড়স। সব মিলিয়ে চুলের স্বাস্থ্য ফেরাতে ঢেঁড়সে আস্থা অনেকেরই।