কাজের জন্য বাছাই করেই ল্যাপটপ কেনেন সবাই। বেছে নেওয়া হয় পছন্দমতো স্পেসিফিকেশন। তারপরেও ঠিকমতো কাজ করতে গেলে এবং ল্যাপটপ ভাল রাখতে গেলে বেশ কিছু জিনিস দরকার। সেগুলো কী? বাজেট বাঁচিয়ে কিনে ফেলুন এক্সটার্নাল হার্ডডিস্ক। প্রয়োজনীয় তথ্য আলাদা করে রাখা যাবে এখানে। ল্যাপটপের হার্ডডিস্কের উপর চাপ না পড়ায় ভাল চলবে যন্ত্রটি। ম্যালওয়ার অ্যাটাক থেকেও সুরক্ষিত থাকবে তথ্য। কিনে নিন কুলিং প্যাড। ল্যাপটপ যাতে অতিরিক্ত গরম না হয়ে যায়, তার জন্য় অত্যন্ত প্রয়োজনীয় এটি। কাজের সময় একাধিক যন্ত্র ব্যবহারের প্রয়োজন হয়। এর জন্য লাগবে USB হাব। ল্যাপটপের USB পোর্টের সঙ্গে এটি জুড়ে দিলেই একাধিক USB পোর্টের সুবিধা পাবেন আপনি। যাদের Vlogging করতে হয় বা ভিডিও কলে থাকতে হয়। তাঁরা কিনতে পারেন এক্সটার্নাল ওয়েবক্যাম। অনেকটাই বেশি সুবিধা দেবে।