এক ঘেয়েমি কর্নফ্লেক্স আপনার সন্তান খেতে চাইছে না? আপনি নিজে রোজ কর্নফ্লেক্স খাচ্ছেন, আপনারও ভালো লাগছে না?

অথচ স্বাস্থ্যের জন্য উপকারী কর্নফ্লেক্স। তাহলে অন্যভাবে খেয়ে দেখুন

বানিয়ে নিন কর্নফ্লেক্সের মিল্কশেক এক নিমেষে হবে গ্লাস ফাঁকা

কর্নফ্লেক্সের মিল্কশেক তৈরি করতে যা যা লাগবে- ১০০ গ্রাম কর্নফ্লেক্স, ৪ চা চামচ চিনি, ৩ চা চামচ চকোলেট সিরাপ, ৮ ফোঁটা ভ্যানিলা এসেন্স, ৪০০ মিলি.লি দুধ

প্রয়োজন মত বরফ, ৩ চা চামচ কর্নফ্লেক্স গুঁড়ো, প্রয়োজন অনুযায়ী গার্নিশিং এর জন্য চকোলেট সিরাপ আলাদা

প্রথমে সব উপকরণ এক জায়গায় নিতে হবে, এবার মিক্সিতে কর্নফ্লেক্স ও চিনি নিতে হবে

তারপর তাতে চকোলেট সিরাপ, ভ্যানিলা এসেন্স ও বরফ দিয়ে দিতে হবে। তারপর দুধ ঢেলে নিতে হবে

সমস্ত উপকরণগুলো মিক্সিতে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং দেখে নিতে হবে কর্নফ্লেক্স সম্পূর্ণ পেস্ট হয়েছে কিনা

পেস্ট হয়ে গেলে গ্লাসে চকোলেট সিরাপ দিয়ে মিল্কশেক ঢেলে নিতে হবে। এরপর উপরে কর্নফ্লেক্স গুঁড়ো ছড়িয়ে দিন

এরপর উপরে কর্নফ্লেক্স গুঁড়ো ছড়িয়ে এই মিল্কশেক ঠান্ডা ঠান্ডা খেলেই ভালো লাগে