সানস্ক্রিন শুধুমাত্র সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকেই ত্বককে রক্ষা করে, তাই নয়, বরং, ব্রণ, অ্যাকনের হাত থেকেও ত্বককে বাঁচায়

তাই যেকোনও প্রকার ত্বকের ক্ষেত্রেই সানস্ক্রিন অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাড়িতেও তৈরি করে নেওয়া যায় সানস্ক্রিন লোশন

তৈলাক্ত ত্বকের জন্য সানস্ক্রিন লোশন তৈরি করতে অর্ধেক কাপ অ্যালোভেরা জেল, অর্ধেক কাপ নারকেল তেল লাগবে

তার সঙ্গে ২ থেকে ৪ চামচ জিঙ্ক অক্সাইড পাউডার, এক কাপ শিয়া বাটার, ৩০ ফোঁটা ওয়ালনাট অয়েল লাগবে

এবার একটি পাত্রে নারকেল তেল, শিয়া বাটার, ওয়ালনাট অয়েল একসঙ্গে নিয়ে গরম করতে হবে

খেয়াল রাখতে হবে যেন শিয়া বাটার ভালো ভাবে গলে যায়, এবার গ্যাস বন্ধ করে ১০ থেকে ১৫ মিনিট সময় দিন ঠান্ডা হওয়ার জন্য

মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে লোভেরা জেল এবং জিঙ্ক অক্সাইড মেশান

সমস্ত উপকরণ ভালো করে মিশে গেলে তা একটি মুখ ঢাকা পাত্রে রাখতে পারেন। বাইরে বেরনোর সময় কিংবা রান্নার কাজে যাওয়ার আগে ব্যবহার করুন

রোদে বেরনোর অন্তত ৩০ মিনিট আগে এই মিশ্রণ ব্যবহার করুন। তৈলাক্ত ত্বকের অধিকারীরা উপকার পাবে

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন