ত্বকের পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় 'স্কিন সিরাম'। ত্বকের ধরন অনুযায়ী সঠিক সিরাম বেছে নেওয়া খুবই প্রয়োজনীয়। কীভাবে আপনি নিজের ত্বকের ধরন অনুযায়ী সঠিক সিরাম বেছে নেবেন, সেটা জেনে নিন। মূলত ত্বকে থাকা দাগছোপ, কালচে ভাব দূর করতে এবং উজ্জ্বল ভাব দিরিয়ে আনতে কাজে লাগে সিরাম। এর পাশাপাশি ত্বকে অ্যান্টি এজিং বা বলিরেখার সমস্যা রুখতেও কাজে লাগে সিরাম। ভিটামিন সি জাতীয় সিরাম সমস্ত ত্বকেই ব্যবহার করা যায়। তাই কেনার সময় এই উপকরণ রয়েছে কিনা দেখে নিন। একসঙ্গে দু-তিনটে সিরাম মিশিয়ে কখনই ত্বকে লাগাতে যাবেন না। এর ফলে হিতে বিপরীত হতে পারে। আপনার ত্বক খুব সেনসিটিভ হলে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া সিরাম ব্যবহার না করাই ভাল হবে। প্রথমে অল্প জায়গায় সিরাম ব্যবহার করে দেখে নিন কোনও সমস্যা হচ্ছে কিনা। তারপর বেশি জায়গায় সিরাম লাগান। নিয়মিত যে সিরাম ব্যবহার করেন সেটাই জারি রাখুন। ত্বকে আচমকা নতুন কিছু ব্যবহার না করাই ভাল।