Image Source: Pexels

ত্বকের পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় 'স্কিন সিরাম'।

Image Source: Pexels

ত্বকের ধরন অনুযায়ী সঠিক সিরাম বেছে নেওয়া খুবই প্রয়োজনীয়।

Image Source: Pexels

কীভাবে আপনি নিজের ত্বকের ধরন অনুযায়ী সঠিক সিরাম বেছে নেবেন, সেটা জেনে নিন।

Image Source: Pexels

মূলত ত্বকে থাকা দাগছোপ, কালচে ভাব দূর করতে এবং উজ্জ্বল ভাব দিরিয়ে আনতে কাজে লাগে সিরাম।

Image Source: Pexels

এর পাশাপাশি ত্বকে অ্যান্টি এজিং বা বলিরেখার সমস্যা রুখতেও কাজে লাগে সিরাম।

Image Source: Pexels

ভিটামিন সি জাতীয় সিরাম সমস্ত ত্বকেই ব্যবহার করা যায়। তাই কেনার সময় এই উপকরণ রয়েছে কিনা দেখে নিন।

Image Source: Pexels

একসঙ্গে দু-তিনটে সিরাম মিশিয়ে কখনই ত্বকে লাগাতে যাবেন না। এর ফলে হিতে বিপরীত হতে পারে।

Image Source: Pexels

আপনার ত্বক খুব সেনসিটিভ হলে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া সিরাম ব্যবহার না করাই ভাল হবে।

Image Source: Pexels

প্রথমে অল্প জায়গায় সিরাম ব্যবহার করে দেখে নিন কোনও সমস্যা হচ্ছে কিনা। তারপর বেশি জায়গায় সিরাম লাগান।

Image Source: Pexels

নিয়মিত যে সিরাম ব্যবহার করেন সেটাই জারি রাখুন। ত্বকে আচমকা নতুন কিছু ব্যবহার না করাই ভাল।