কোভিড পরবর্তী যুগে এখন বেশি করে সামনে এসেছে ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতি। বাড়ি থেকেই করতে হয় অফিস। অফিসের সেটআপ থাকে না। কিন্তু, কাজের ক্ষেত্রে দিতে হয় একশো শতাংশই। বাড়ির মধ্যে একটি কোণায় অফিস সেটআপ থাকা অত্যন্ত জরুরি। আবার কম খরচেই সারতে হবে বিষয়টিকে। জানলার পাশে অথবা দেওয়ার এক কোণায় টেবিল ও চেয়ার থাকতে হবে। জানলা দূরে থাকলে প্রয়োজন একটি টেবিলল্যাম্প। টেবিলের পাশে ছোট ইনডোর-প্ল্যান্ট সৌন্দর্য বাড়াবে ওয়ার্ক স্টেশনের। গোছানো থাকতে হবে জায়গাটা। অফিস স্টেশনারি ছাড়া আর কিছুই যেন না থাকে। সম্ভব হলে ছোট একটা ক্যাবিনেট প্রয়োজন। যেখানে অফিসের কাগজপত্র রাখা যাবে সহজেই মিলবে অনলাইনে। এটি থাকলে কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকবে না। খুঁজেও পাওয়া যাবে সহজে। সবচেয়ে প্রয়োজন একটি নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ। যাতে কাজে বিঘ্ন না ঘটে।