Image Source: pixabay

কোভিড পরবর্তী যুগে এখন বেশি করে সামনে এসেছে ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতি।

Image Source: pixabay

বাড়ি থেকেই করতে হয় অফিস। অফিসের সেটআপ থাকে না। কিন্তু, কাজের ক্ষেত্রে দিতে হয় একশো শতাংশই।

Image Source: pixabay

বাড়ির মধ্যে একটি কোণায় অফিস সেটআপ থাকা অত্যন্ত জরুরি। আবার কম খরচেই সারতে হবে বিষয়টিকে।

Image Source: pixabay

জানলার পাশে অথবা দেওয়ার এক কোণায় টেবিল ও চেয়ার থাকতে হবে। জানলা দূরে থাকলে প্রয়োজন একটি টেবিলল্যাম্প।

Image Source: pixabay

টেবিলের পাশে ছোট ইনডোর-প্ল্যান্ট সৌন্দর্য বাড়াবে ওয়ার্ক স্টেশনের।

Image Source: pixabay

গোছানো থাকতে হবে জায়গাটা। অফিস স্টেশনারি ছাড়া আর কিছুই যেন না থাকে।

Image Source: pixabay

সম্ভব হলে ছোট একটা ক্যাবিনেট প্রয়োজন। যেখানে অফিসের কাগজপত্র রাখা যাবে সহজেই মিলবে অনলাইনে।

Image Source: pixabay

এটি থাকলে কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকবে না। খুঁজেও পাওয়া যাবে সহজে।

Image Source: pixabay

সবচেয়ে প্রয়োজন একটি নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ। যাতে কাজে বিঘ্ন না ঘটে।