মশাবাহিত রোগ নিয়ে চিন্তা তো থাকে সব সময়েই। বাড়িতে-অফিসে বা কোথাও ঘুরতে গেলেও মশা থেকে বাঁচার উপায় খুঁজি আমরা বিভিন্ন রাসায়নিক নির্ভর অয়েনমেন্ট বা ক্রিম বা লোশন পাওয়া যায়। কিন্তু সেগুলো সবার কাজে লাগে না। জানেন? বেশ কিছু এসেনসিয়াল অয়েল আছে যা মশা তাড়াতে পারে। পাশাপাশি সুগন্ধে ভাল থাকে মনও। ল্যাভেন্ডার অয়েল। মশার কামড় বা কোনও পোকাড় কামড়ের জ্বালা মেটাতে সাহায্য করে এটি। পিপারমেন্ট অয়েল মশা তাড়ানোর জন্য অত্যন্ত কার্যকরী। ত্বকেও লাগানো যায়। টি ট্রি অয়েল চুলের জন্য় ভাল বলে সবাই জানে। এর বিশেষ গন্ধের জন্য মশা তাড়াতেও এর জুড়ি নেই। রোজমেরি রান্নায় ব্যবহার করা হয়। আবার এর নির্যাস থেকে তৈরি তেল গায়ে মাখলে দূরে থাকে মশা। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।