জানুন কী বলছেন চিকিৎসকরা ।
ঠিক কতদিন অপেক্ষা করা যেতে পারে স্বাভাবিক ভাবে মা হওয়ার জন্য ?
যদি কোনও মহিলা ৩০ বছর বয়সেও সম্পূর্ণ সুস্থ থাকেন, অপেক্ষা করা যেতেই পারে আরও কয়েক বছর নিশ্চিন্তে।
কোনও সমস্যা না থাকলে চকোলেট সিস্টের সমস্যা না থাকে, তবে অপেক্ষা করতেই পারেন।
বিশেষত পিরিয়ডস চলাকালীন ? তাহলে চিকিৎসকের পরামর্শ নিন সময় থাকতে।
এন্ডোমেট্রিওসিসের সমস্যা থাকলে সতর্ক হোন
চকোলেট সিস্টের সমস্যা থাকলে সতর্ক হতে হবে।
যে বয়সেই প্রেগনেন্সি প্ল্যান করুন না কেন, আগে একবার চিকিৎসকের সঙ্গে কথা বললে ভাল।
যদি, হাই ব্লাড প্রেসার, ব্লাড সুগার , ফ্যাটি লিভার, ওবেসিটির মতো সমস্যা থাকে
প্রতি মাসে যদি ঋতুস্রাব বা মেনস্টুয়েশনের সময় তলপেটে অসহ্য যন্ত্রনা হয়