সুস্থ থাকতে খাবারে বিশেষ নজরদারি প্রয়োজন।

গরমকালে সবথেকে বড় চ্যালেঞ্জ শরীর সুস্থ রাখা

বাইরের তীব্র গরম থেকে সুস্থ থাকতে হালকা খাবার খাওয়ার উপর জোর দিতে হবে।

গরমে ঠান্ডা খাবার বেশি খাওয়া উচিত

যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য লস্যি।

পানীয় হিসেবে এই তালিকায় থাকতে পারে নানা রকম শরবত

বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় লস্যি।

চটজলদি কীভাবে বানাবেন লস্যি?

লস্যির জন্য লাগবে ৪০০ গ্রাম টক দই, ৩ টেবিল চামচ চিনি, কাজুবাদাম, কিসমিস ভেজানো, নুন এক চামচ, কাজু-কিশমিস, বরফ কুচি

উপকরণ

ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবত দিয়ে গলা ভেজানোর জন্য প্রথমে সব উপকরণ একটি মিক্সিতে দিয়ে দিন

প্রণালি

দই, চিনি, কাজুবাদাম, কিসমিস সব একসঙ্গে ব্লেন্ড করে নিন

উপকরণ মেশাতে হবে

এরপর বরফের টুকরো ও নুন দিয়ে আবার মিক্সিতে ভালোভাবে মিশিয়ে নিন।

বাকি উপকরণ মেশাতে হবে ধীরে ধীরে

সব উপকরণ এমনভাবে মেশাতে হবে লস্যি বানানোর সময় চিনি যেন গলে যায়।

চিনি গলাতে হবে

গোলাপের পাপড়ি, পুদিনা পাতা কিংবা কাজু-কিসমিস দিয়ে পরিবেশন করা যায়।

পরিবেশন