আজ জন্মদিন বলিউড অভিনেতা বিক্রান্ত মেসির, জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য মাত্র ১৬ বছর বয়স থেকে অভিনয় কেরিয়ার শুরু হয়, 'ধরমবীর', 'ধুম মাচাও ধুম' ধারাবাহিকে অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন রণবীর সিংহ, সোনাক্ষী সিনহা অভিনীত 'লুটেরা' ছবিতে অভিনয় করে নজর কাড়েন বিক্রান্ত তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত মডার্ন জ্যাজ এবং মডার্ন কনটেম্পোরারি ডান্সার ক্যাডবেরি, কর্নেটো, স্যামসং, নেসক্যাফে এবং আরও নানা নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি 'ধুম মাচাও ধুম'-এ অভিনয়ের পাশাপাশি কোরিওগ্রাফিও করেন তিনি শোনা যায়, অভিনয় কেরিয়ার শুরু করার আগে মুম্বইয়ের একটি ক্যাফেতে কাজ করতেন বিক্রান্ত বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেন থাকেন যে, তাঁর অভিনেতা হওয়ার জন্য তিনি সবসময় ঈশ্বরকে ধন্যবাদ জানান 'দিল ধড়কনে দো', 'হাফ গার্লফ্রেন্ড', 'ছপক', 'এ ডেথ ইন আ গুঞ্জ'-এর মতো ছবিতে অভিনয় করেছেন ২০১৫ থেকে সম্পর্কে থাকার পর চলতি বছর দীর্ঘদিনের প্রেমিকা শীতল ঠাকুরকে বিয়ে করেন