এতে বাড়ছে হিটস্ট্রোক ও ডিহাইড্রেশনের সম্ভাবনা
ডিহাইড্রেশন থেকে হিট স্ট্রোকও হতে পারে
জ্বর এলে জল থাওয়ার পরিমাণ বাড়াতে হবে
কিন্তু এড়িয়ে চলুন স্পোর্টস ড্রিঙ্ক, এনার্জি বাড়ানোর ড্রিঙ্ক
বদলে ফলের রস, মকটেল খেতে পারেন।
খাবারের মধ্যেও থাকে জলীয় অংশ, তা খুবই প্রয়োজনীয়
তালিকায় থাকুক আঙুর, আপেল, তরমুজ , জামরুল, প্রভৃতি
যাতে ফল এবং শাকসবজি অন্তর্ভুক্ত থাকে
এক্সারসাইজ করার সময় ১৫ মিনিট অন্তর অন্তর অল্প করে জল খান
তাই তার সঙ্গে পাল্লা দিয়ে জল না খেলে ডিহাইড্রেশন হতে পারে।