তীব্র দহনে পুড়ছে দক্ষিণবঙ্গ। হাঁসফাঁস গরমে নাজেহাল রাজ্যবাসী। এ সময়ে নজর দিন খাবারে

শরীর ঠিক রাখতে পুষ্টিকর কিছু খাবার খাওয়া জরুরি।

আম, আঙুর, তরমুজের সঙ্গে তালিকায় রাখতে পারেন বাতাবি লেবু।

বাতাবী লেবুতে অনেকটা পরিমাণ জল থাকে। ফলে এই খাদ্য শরীর আর্দ্র রাখে।

বাতাবী লেবুতে ভিটামিন সি এবং পটাশিয়াম থাকে।

বাতাবী লেবু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

বাতাবী লেবুতে অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণও বেশি।

ত্বকের যত্নে উপকারী এই লেবু।

গরমকালে হজমের সমস্যাও কমায় এই ফল।