খুব সহজে কীভাবে গ্লিটার নেলপলিশ নখ থেকে মুছে ফেলবেন তার জন্য শিখে নিন কিছু ট্রিকস। এমনি যে নেলপলিশ থাকে তার তুলনায় গ্লিটার নেলপলিশ তোলা তুলনায় কঠিন কাজ। এবার দেখে নেওয়া যাক সহজে গ্লিটার নেলপলিশ রিমুভ করার বা মুছে ফেলার সহজ উপায়। যে নেলপলিশ রিমুভারে অ্যাসিটোন রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। এই জাতীয় নেলপলিশ রিমুভার সহজে গ্লিটার নেলপলিশ তুলতে সাহায্য করে। অ্যাসিটোন বেসড নেলপলিশ রিমুভার তুলোর মধ্যে ভিজিয়ে নিতে হবে। এক একটি নখ মোছার জন্য আলাদা করে তুলো নিন। কটন বল ব্যবহার করলে এক একটি নখের জন্য একটা করে কটন বল নিন। ভাল করে রিমুভার দিয়ে ঘষে ঘষে নখ পরিষ্কার করা প্রয়োজন। তাহলেই গ্লিটার উঠবে। তবে এই অ্যাসিটন বেসড নেলপলিশ রিমুভার নখ খুব রুক্ষ ও শুষ্ক করে দেয়। তাই সব শেষে নখে সামান্য ক্রিম, লোশন, ময়শ্চারাইজার বা অলিভ অয়েল ম্যাসাজ করে নিন।