Image Source: Pexels

খুব সহজে কীভাবে গ্লিটার নেলপলিশ নখ থেকে মুছে ফেলবেন তার জন্য শিখে নিন কিছু ট্রিকস।

Image Source: Pexels

এমনি যে নেলপলিশ থাকে তার তুলনায় গ্লিটার নেলপলিশ তোলা তুলনায় কঠিন কাজ।

Image Source: Pexels

এবার দেখে নেওয়া যাক সহজে গ্লিটার নেলপলিশ রিমুভ করার বা মুছে ফেলার সহজ উপায়।

Image Source: Pexels

যে নেলপলিশ রিমুভারে অ্যাসিটোন রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন।

Image Source: Pexels

এই জাতীয় নেলপলিশ রিমুভার সহজে গ্লিটার নেলপলিশ তুলতে সাহায্য করে।

Image Source: Pexels

অ্যাসিটোন বেসড নেলপলিশ রিমুভার তুলোর মধ্যে ভিজিয়ে নিতে হবে।

Image Source: Pexels

এক একটি নখ মোছার জন্য আলাদা করে তুলো নিন। কটন বল ব্যবহার করলে এক একটি নখের জন্য একটা করে কটন বল নিন।

Image Source: Pexels

ভাল করে রিমুভার দিয়ে ঘষে ঘষে নখ পরিষ্কার করা প্রয়োজন। তাহলেই গ্লিটার উঠবে।

Image Source: Pexels

তবে এই অ্যাসিটন বেসড নেলপলিশ রিমুভার নখ খুব রুক্ষ ও শুষ্ক করে দেয়।

Image Source: Pexels

তাই সব শেষে নখে সামান্য ক্রিম, লোশন, ময়শ্চারাইজার বা অলিভ অয়েল ম্যাসাজ করে নিন।