শীতকাল পড়তেই গোড়ালি ফাটার সমস্যা দেখা দেয়

প্রাপ্তবয়স্ক থেকে শিশু, প্রত্যেকেরই গোড়ালি ফাটতে পারে

আবহাওয়ার পরিবর্তনের কারণে ত্বক শুষ্ক হয়ে যায়

পা ফাটার সমস্যা আরও বেশি করে মাথাচাড়া দেয়

পরিচর্যা না করলে কিংবা সঠিক চিকিৎসা না করালে

গোড়ালি ফাটার সমস্যা মারাত্মকও হতে পারে

তাই বাড়িতে সহজ পদ্ধতিতে সারিয়ে ফেলুন

অর্ধেক পাতিলেবু এবং ৩ চামচ চিনি

পায়ের ফাটা অংশে নিয়মিত ব্যবহার করুন

অলিভ অয়েলের সঙ্গে আমন্ড অয়েল মিশিয়ে

গরম জলে শ্যাম্পু দিয়ে পা ভিজিয়ে রাখুন

ত্বক পরিস্কারের ব্রাশ দিয়ে ঘষে মরা কোষ তুলুন

পা ভালো করে মুছে গোড়ালিতে

ময়শ্চারাইজার কিংবা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন

ত্বকের ক্ষতিগ্রস্থ অংশ সারিয়ে তুলতে দারুণ উপকারী মধু

দারুণ উপকারী নারকেল তেল

নিয়মিত গোড়ালিতে নারকেল তেল ম্যাসেজ করুন