Image Source: pixabay

জুতো থেকে ব্যাগ। শীতপোশাক থেকে সোফার কভার। অনেক কিছু তৈরি হয় চামড়া দিয়ে।

Image Source: pixabay

অনেকেই শখে চামড়ার তৈরি নানা সামগ্রী ব্যবহার করেন। মান অনুযায়ী তার দামও হতে পারে আকাশছোঁয়া।

Image Source: pixabay

এমন দামী জিনিসের খেয়ালও রাখতে হয় নিয়মিত। চামড়ার জিনিস এমনিতে টেকসই হয়। কিন্তু প্রয়োজন যত্ন।

Image Source: pixabay

বাড়িতে নিজেই সহজে এগুলির খেয়াল রাখা যায়। কীভাবে? দেখে নিন এখনই।

Image Source: pixabay

নিয়মিত চামড়ার কোনও জিনিসকে সেটা যাই হোক, নরম কাপড় বা ব্রাশ দিয়ে সাফ করতে হয়।

Image Source: pixabay

জল বা কোনও তরল চামড়ার জিনিসের উপর পড়লে অতিদ্রত ব্লটিং পেপারজাতীয় কিছু ব্য়বহার করে তা শুকোতে হবে।

Image Source: pixabay

কোনওকারণে স্যাঁতসেঁতে লাগলে ফ্যান চালিয়ে বা ব্লোয়ার চালিয়ে চামড়ার জিনিস শুকোতে হবে। ভিজে অবস্থায় রাখা যাবে না।

Image Source: pixabay

চামড়া মসৃণ রাখার জন্য় বিভিন্ন কন্ডিশনার বা তেল পাওয়া যায়। শখের কোনও দ্রব্যের জন্য এটি ব্য়বহার করতে পারেন।

Image Source: pixabay

দীর্ঘদিন ধরে ব্যবহার না করলে কিছুদিন অন্তর অন্তর আলমারি থেকে বের করে খোলা হাওয়ায় রাখুন।

Image Source: pixabay

কখনও কাপড় কাচার সাবান বা ফিনাইল বা ব্লিচিং দিয়ে চামড়ার জিনিস সাফ করবে না। সামান্য অসাবধানতায় নষ্ট হয়ে যেতে পারে।