ঝাড়ু সংক্রান্ত এই ভুলগুলি করবেন না, মা লক্ষ্মীর অসন্তোষে বাড়তে পারে অর্থাভাব ঝাড়ু শুধু ঘর পরিষ্কার করে না, ঘর থেকে দারিদ্র্য দূর করে সুখ ও সমৃদ্ধি আনে ঝাড়ু কখনই উত্তর-পূর্বে অর্থাৎ উত্তর-পূর্ব দিকে রাখা উচিত নয় সবসময় ঝাড়ু দক্ষিণ বা পশ্চিম-দক্ষিণ দিকে রাখা শুভ ঝাড়ু ভেঙে গেলে সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে ভাঙা ঝাড়ু রাখলে ঘরে বাস্তু দোষ হয় কেউ বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে ঘর ঝাড়বেন না এতে দেবী লক্ষ্মী রুষ্ট হন ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে সঠিক দিকে ঝাড়ু রাখলে দারিদ্র্য আসে না