ABP Ananda

মুক্তি পেল ঋত্বিক রোশন, সইফ আলি খান অভিনীত, পুষ্কর গায়ত্রী পরিচালিত 'বিক্রম বেদা' ছবির ট্রেলার।

ABP Ananda

চলতি বছরের আগামী মাসের ৩০ তারিখ অর্থাৎ ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। মুম্বইয়ের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এদিন সাদা কালো পোশাকে হাজির হয়েছিল ঋত্বিক।

ABP Ananda

এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন রাধিকা। কালো পোশাকে ঋত্বিকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন তিনিও।

ছবিতে ঋত্বিকের চরিত্র একজন গ্যাংস্টারের । তাঁর চরিত্রের নাম বেদা।

এর আগে সোশ্যাল মিডিয়ায় 'বেদা' হিসেবে নিজের লুক শেয়ার করে ঋত্বিক লিখেছিলেন, 'বিক্রম বেদার যাত্রা শুরু হয় মহামারী এবং অনিশ্চয়তার সঙ্গে তার নিজস্ব বাহ্যিক চ্যালেঞ্জ নিয়ে'

ট্রেলারই বোঝা যায়, এই ছবির পরতে পরতে রয়েছে রহস্য, অ্যাকশন আর গল্পের বাঁক। রাধিকার চরিত্রও বেশ রহস্যময়।

কেবল মুম্বই নয়, কলকাতাতেও ট্রেলারে বিশেষ স্ক্রিনিং করা হয়েছে এই ছবির।

'বিক্রম বেদা' ছবির অন্যতম আকর্ষণ হল ঋত্বিকের লুক, তার ধুলোমাখা এলো চুল, ভয় ধরানো চাহনিতে নায়ককে চেনা দায়।

এদিনের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আসতে পারেননি সইফ আলি খান। এই সিনেমায় সইফ আলি খানের চরিত্রের নাম বিক্রম। তাঁর চরিত্র একজন পুলিশ অফিসারের।

ঋত্বিককে এই লুকে দেখার অপেক্ষায় তাঁর অনুরাগীরা। ৩০ তারিখ মুক্তি পাবে এই ছবি