Image Source: Pexels, Pixabay

ব্লাড সুগার এমন একটি জিনিস, যা প্রয়োজনের তুলনায় কমে গেলেও বিপদ।

Image Source: Pexels, Pixabay

রক্তে যতটা শর্করার প্রয়োজন। তার চেয়ে কমে গেলে এই সমস্যা হয়। রোগটির নাম হাইপোগ্লাইসেমিয়া

Image Source: Pexels, Pixabay

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই রোগীদের পোর্টেবল গ্লুকোজ মনিটর ব্যবহার করা উচিত।

Image Source: Pexels, Pixabay

হাত-পা কাঁপতে পারে। ঘাম হতে পারে। ঝিমুনি আসতে পারে। হঠাৎ দুর্বল লাগতে পারে।

Image Source: Pexels, Pixabay

ঘুমের মধ্যে হলে অস্বাভাবিক ভাবে ঘাম হবে, ঘুম ভাঙার পরে ক্লান্ত লাগবে

Image Source: Pexels, Pixabay

কোনও সময় নষ্ট না করে চিনি, গুড় বা মধু খেতে হবে। লজেন্স বা চকোলেট বার খাওয়ানো যায়।

Image Source: Pexels, Pixabay

সন্দেশ, রসগোল্লার মতো মিষ্টিও কাজে আসবে। সমস্যা না মিটলে, ফের মিষ্টিজাতীয় খাবার খেতে হবে।

Image Source: Pexels, Pixabay

যদি রোগী ঘুমন্ত অবস্থায় থাকে বা খাওয়ানোর মতো অবস্থায় না থাকে। তাহলে দ্রুত কোনও চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে।

Image Source: Pexels, Pixabay

এমন সমস্যা থাকলে বেশিক্ষণ খালি পেটে থাকা যাবে না। নির্দিষ্ট সময় অন্তর খেয়ে নিতে হবে।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতির জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন