Image Source: Pexels, Pixabay

বয়সের সঙ্গে পেশি-হাড়ের ক্ষমতা কমে যায়।

Image Source: Pexels, Pixabay

ফলে গাঁটের ব্যথা মাথাচাড়া দেয়।

Image Source: Pexels, Pixabay

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিছু কিছু খাবার ব্যথার উপশম করাতে পারে।

Image Source: Pexels, Pixabay

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের পুষ্টিগুণ ব্যথা কমায়। বিভিন্ন সামুদ্রিক মাছে পাওয়া যায়।

Image Source: Pexels, Pixabay

অলিভ অয়েলের নানা উপকার রয়েছে। স্বাস্থ্যকর ফ্যাট এবং ওমেগা থ্রি রয়েছে।

Image Source: Pexels, Pixabay

বাদাম এবং বীজের পুষ্টিগুণ গাঁটের ব্যথা কমাতে কার্যকরী।

Image Source: Pexels, Pixabay

মটরশুঁটি, মসুর ডাল, ছোলা, সয়াবিন ডায়েটে থাকুক। এতে অ্যান্থোসায়ানিন নামে ফ্ল্যাভোনয়েড থাকে

Image Source: Pexels, Pixabay

রসুন, পেঁয়াজ, আদা এবং হলুদ আর্থারাইটিসে সুরাহা দিতে সাহায্য করে।

Image Source: Pexels, Pixabay

ডার্ক চকোলেটে ভরপুর অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। প্রদাহ রুখতেও কার্যকরী।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন