শৃঙ্খল ভেঙেছেন প্রতি পদে, এ বার পুনর্বিবাহ সারলেন IAS টিনা ডাবি জয়পুরে নতুন জীবনের সূচনা, পাত্র প্রদীপ গাওয়ান্ডেও IAS বিয়ের পর রিসেপশন দম্পতির, বর-কনে বেশে অতিথিদের মাঝে তবে বিয়ে ছিল ছিমছাম, অম্বেডকরকে সাক্ষী রেখে বিয়ে সাদা পোশাকে বিয়ে, সাজগোজ প্রায় ছিলই না তবে একান্ত ঘরোয়া অনুষ্ঠান, আমন্ত্রিত শুধু পরিবার-পরিজন সম্প্রতিই বাগদান সারেন, নেটমাধ্যমে নিজেরাই ঘোষণা করেন অতীত ভুলে নতুনের পথে, নবদম্পতিকে শুভেচ্ছা সকলের দ্বিতীয় বার বিয়ে করলেন টিনা, আগে IAS আতাহারকে বিয়ে করেন কিন্তু তিন বছরেই ইতি বিয়েতে, টিনা-আতাহারের এখন পৃথক জীবন