দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চোখ ধাঁধানো পারফরম্যান্স। ৩৩ রানের বিনিময়ে ৫ উইকেট নেন রবীন্দ্র জাদেজার। বিশ্বকাপের ৮ ম্যাচের শেষে জাড্ডুর ঝুলিতে ১৪ উইকেট। চলতি ক্রিকেট বিশ্বযুদ্ধে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় এই মুহূর্তে ৯ নম্বরে তিনি। চলতি বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় এই মুহূর্তে ৪ নম্বরে মহম্মদ শামি। ভারতীয়দের মধ্যে সবার উপরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া উইকেট নিয়ে চলতি বিশ্বকাপে ঝুলিতে ১৬ উইকেট শামির। চলতি বিশ্বকাপে এখনও ঝুলিতে ১৫ উইকেট। সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় ৬ নম্বরে জয়প্রীত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও উইকেট না পেলেও বুম বুম বল হাতে কতটা ভয়ঙ্কর, তা নতুন করে বলার প্রয়োজন নেই। প্রোটিয়াদের বিরুদ্ধে জোড়া উইকেট নিয়েছেন কুলদীপ যাদবও। বিশ্বকাপে দারুণ ছন্দে ভারতীয় স্পিনার। এখনও পর্যন্ত ১২ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় ১৩ নম্বরে কুলদীপ। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ধাক্কা দিয়েছিলেন তিনি। মহম্মদ সিরাজ। প্রোটিয়াদের বিরুদ্ধে ৪ ওভারে ১ উইকেট। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সিরাজের ঝুলিতে ১০ উইকেট। সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় এই মুহূর্তে ২০ নম্বরে।