ডান্সিং ডিভা নোরা ফতেহিকে দেখা গেল আইফার মঞ্চে আইফার প্রথমদিনের অনুষ্ঠানে সঞ্চালনা করতে দেখা যাবে ফারহা খান এবং অপারশক্তি খুরানাকে কালো রঙের অফ শোল্ডার পোশাকে নজর কাড়লেন সারা আলি খান রীতেশ দেশমুখ এবং জেনিলিয়া ডিসুজার জুটি অত্যন্ত জনপ্রিয় এবং চর্চিত আইফার মঞ্চেও প্যাস্টেল ব্লু ডাউনে সেজেছিলেন অনন্যা পাণ্ডে, বেশ কয়েক বছর ধরে বলিউডে অভিনয় করছেন এই স্টার কিড নিজেকে কুল দেখাতে পছন্দ করেন টাইগার শ্রফ, হালকা গোলাপি রঙের পোশাকে নজর কাড়লেন আইফা অ্যাওয়ার্ডসে অংশগ্রহণ করতে বিদেশে আসার জন্য বিশেষ অনুমতি নিয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ আইফার মঞ্চে লাল পোশাকের সঙ্গে লাল লিপস্টিকে আরও মোহময়ী দিব্যা খোসলা কুমার ফ্যাশন, স্টাইলে নজর কাড়তে বাকি রাখেন না শাহিদ কপূর, এবারও তার অন্যথা হল না ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকা়ডেমি অ্যাওয়ার্ডসে সঞ্চালনা করতে দেখা যাবে সলমন খানকে