সবার ক্ষেত্রে পাওয়া যাবে না এই সুবিধা। কেবল সীমিত সুবিধাভোগীদের জন্য LPG-তে ভর্তুকির ব্যবস্থা করেছে সরকার।
বাকি ব্যবহারকারীদের বাজার মূল্যেই কিনতে হবে রান্নার গ্যাস। সম্প্রতি এলপিজি সিলিন্ডারে ভর্তুকি নিয়ে এই মন্তব্য করেন তেল সচিব পঙ্কজ জৈন।
রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে জৈন বলেন, ''২০২০ সালের জুন থেকে রান্নার গ্যাসে কোনও ভর্তুকি দেওয়া হয় না।
রান্নার গ্যাসের এলপিজি ভর্তুকি কেবল ৯ কোটি দরিদ্র মহিলা ও অন্যান্য সুবিধাভোগীদের জন্যই দেওয়া হয়।
যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাসের সংযোগ পেয়েছিলেন তারাই এলপিজি ভর্তুকি পান।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ৯ কোটি সুবিধাভোগীদের প্রতি গ্যাস সিলিন্ডার (12 সিলিন্ডার পর্যন্ত) 200 টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।
এই যোজনার আওতায় তাদের জন্য 14.2-কেজি সিলিন্ডারের দাম পড়ে 803 টাকা।
পাওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে এসসি পরিবার, এসটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা, প্রধানমন্ত্রীর আবাস যোজনার লোকজন
এ ছাড়াও পিছিয়ে পড়া শ্রেণি, অন্তোদয় অন্ন যোজনা (এএওয়াই), চা ও প্রাক্তন চা বাগান উপজাতি, বনের বাসিন্দারা এই সুবিধা পাবেন।