সময় বদলে গিয়েছে ঢের, আজও সমান প্রাসঙ্গিক তিনি গোলা-বারুদের মুখে দাঁড়িয়ে, অহিংস হতে পারেন ক'জন! মহাত্মা গাঁধীই তা করে দেখিয়েছিলেন রবিবার ১৫৩তম জন্মবার্ষিকী মোহনদাস করমচাঁদ গাঁধীর প্রথম থেকেই অভিভাবকের ভূমিকায় থেকেছেন তিনি কথায়, কাজে বুঝিয়ে গিয়েছেন জীবনের সারকথা 'চোখের বদলা চোখ হলে গোটা দুনিয়া অন্ধ হয়ে যাবে', 'দুনিয়াকে পাল্টানোর আগে নিজেকে পাল্টানো দরকার', 'অন্যের সেবায় জীবন উৎসর্গ নিজেকে চেনা যায়', ভারত তথা বিশ্বকে জীবনের শিক্ষা দিয়েছিলেন ঢের আগেই