নবরাত্রির সাজ। আলো ঝলমল মধ্যপ্রদেশের ভোপাল। নবরাত্রি শুরু হতেই পুণ্যার্থীর ঢল মির্জাপুরের বিন্ধ্যবাসিনী মন্দিরে। গুজরাতে গরবা ছাড়া নবরাত্রি অপূর্ণ। আহমেদাবাদে পুরোদমে শুরু উৎসব। সারা ভারতে যখন নবরাত্রি, তখন বাংলায় দুর্গোৎসব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গোরক্ষনাথ মন্দিরে পুজোর কাজে ব্যস্ত মঠ প্রধান এবং উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ। পুনের মহালক্ষ্মী মন্দিরে উৎসবে যোগ কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের। তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরে উৎসবে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। জম্মুর কালী মন্দিরে প্রার্থনায় মগ্ন এক ভক্ত।