দিল্লিতে রয়েছে তিনটি UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই তালিকায় আছে হুমায়ুনের সমাধি বা হুমায়ুন টোম্ব এটি মুঘল স্থাপত্যের অন্যতম নির্দশন। এই সমাধিকে ১৯৯৩ সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে UNESCO হুমায়ুনের মৃত্যুর ৯ বছর পর ১৫৬৫ সালে তাঁর স্ত্রী বেগা বেগম এই সৌধটি নির্মাণ করেন রাজধানীর বুকে রয়েছে কুতুব মিনার। ৭৩ মিটার উুঁচু এই সৌধটি ১১৯৩ সালে তৈরি দেশের প্রথম মসজিদ কুওয়াত উল ইসলাম মসজিদ রয়েছে কুতুব মিনারের বেসে কুতুব উদ্দিন আইবক এর নির্মাণ শুরু করেছিলেন। ১৩৬৮ সালে ফিরোজ শা তুঘলক এটিকে পাঁচতলা নির্মাণ করেন এর মিনার এবং আশপাশের স্মৃতিসৌধগুলিকে ১৯৯৩ সালে স্বীকৃতি দেয় UNESCO অপর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হল রেড ফোর্ট বা লালকেল্লা। নির্মাণ করেন শাহজাহান প্রতি বছর এখান থেকেই জাতীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ২০০৭ সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়