শুভেন্দু রাজ ঘোষ পরিচালিত হিন্দি সিনেমা বিফোর ইউ ডাই আগামী ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে।
সিনেমার কাহিনীকার ও প্রযোজক প্রদীপ চোপড়া। চিত্রনাট্য ও সংলাপ সঞ্জীব তিওয়ারির।
সিনেমায় অভিনয় করেছেন পুনীত রাজ, কাব্য কাশ্যপ, প্রদীপ চোপড়া, প্রবীণ অভিনেত্রী জারিনা ওয়াহাব,মুকেশ ঋষি,মুস্তাক খান, কিরণ ঝাজহানি, অর্হ মহাজন, বাদশা মৈত্র, রিতা দত্ত চক্রবর্তী।
সিনেমার গান ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। জুবিন নটিয়ালের হম তেরে হোগয়ে বেশ ট্রেন্ডিং হয়েছে।
লিফট ইন্ডিয়া ২০২১-এ পাঁচটি বিভাগে পুরস্কৃত হয়েছে। নবম নয়ডা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমার খেতাব জিতেছে বিফোর ইউ ডাই।
বিফোর ইউ ডাই-এর কাহিনী আবর্তিত হয়েছে এক ক্যানসার আক্রান্ত তরুণীকে ঘিরে। অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত ওই তরুণীর নাম কাব্য।
তার আয়ু আর মাত্র ছয় মাস। এরইমধ্যে রাজস্থান থেকে বাবার সঙ্গে উত্তরবঙ্গের নয়নাভিরাম পাহাড়ি এলাকায়।
সেখানে কুলদীপ নামে একটি তরুণের প্রেমে পড়ে যায় কাব্য। কিন্তু ক্যানসারের কারণে সমস্ত ভালোলাগা থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় সে।
কিন্তু কুলদীপ তাকে বোঝায় যে, জীবন ও মৃত্যু মানুষের হাতে নেই। তাই নিজেকে গুটিয়ে বা ভয় পেয়ে থাকার চেয়ে জীবনের বাকি সময় কাজে লাগানো দরকার
সঙ্গীত পরিচালক বব এসএন ও শারিব তোশি। গান গেয়েছেন জুবিন নটিয়াল, পালক মুছল, তৃষা চট্টোপাধ্যায়, শারিব তোশি ও সলমন আলি।