কতটা জল খাওয়া উচিত?

চুল, ত্বক বা পাচনতন্ত্র পারফেক্ট রাখতে সঠিক পরিমাণ জল খাওয়া দরকার

কী বলছে সমীক্ষা?

পুরুষদের সাড়ে ১৫ ও মহিলাদের সাড়ে ১১ কাপ জল খাওয়া উচিত

ঋতু অনুযায়ী তারতম্য

শীত-গ্রীষ্ম অনুসারে জলের চাহিদা বদলায়

কায়িক পরিশ্রম

কায়িক পরিশ্রম বেশি করলে জল খান বেশি

কতটা জল খাওয়া আবশ্যিক?

পূর্ণবয়স্কদের ক্ষেত্রে দিনে ২.৫ থেকে ৪ লি. জল জরুরি

পরিমাণে তারতম্য

উচ্চতা ও ওজন অনুসারে চাহিদা বদলায়

অসুস্থতায় পরিমাণে বদল

'উদরি' হলে জল খেতে হবে মেপে

নির্দিষ্ট ঊর্ধ্বসীমা

লিভার, হার্ট, কিডনির রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য

নির্দিষ্ট পরিমাণে জল

পায়ে গোদ, শিরা-উপশিরায় সমস্যা হলে প্রযোজ্য

অন্যান্য তরল

পানীয় জল ছাড়া চা-কফির জলও হিসেবে রাখুন