বাজি ফাটানোর রেওয়াজ অনেক পুরনো উৎসবে আনন্দের মাত্রা আরও বাড়িয়ে তোলে আতসবাজি উৎসবের আনন্দই বিপদ ডেকে আনতে পারে অনেকে অসতর্কতাবশত বিপদ ডেকে এনেছেন অতীতে আনন্দের মরসুমে বাজি পোড়ানোর সময় সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা পকেটে বাজি ও দেশলাই একসঙ্গে কখনই রাখবেন না হাতে নিয়ে বাজি নয় কোন ড্যাম বাজি থাকলে সেইগুলিকে পা দিয়ে সরাবেন না সিন্থেটিক বা বড় কোন জামা কাপড় পরবেন না এতে আগুন লাগার সম্ভাবনা বেশি থাকে খোলা আকাশের নিচে বা বাড়ির ছাদে বাজি ফাটান বাজি যেখানে ফাটাবেন সেখানে এক বালতি জল রাখুন