অ্যামাজনে আরও কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে আগামী বছর।

২০২৩ সালে আরও কর্মী ছাঁটাই করবে অ্যামাজন সংস্থা।

সম্প্রতি একথা ঘোষণা করেছেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি।

ইতিমধ্যেই অ্যামাজনে কর্মী ছাঁটাই শুরু হয়েছে।

প্রায় ১০ হাজার কর্মী চাকরি খুইয়েছেন ইতিমধ্যেই।

শোনা গিয়েছে, অ্যামাজন সংস্থা তাদের বিভিন্ন উচ্চ পর্যায়ের বিভাগ থেকে কর্মী ছাঁটাই করছে।

অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্ট ডিভিশন থেকেও চলছে কর্মী ছাঁটাই।

এর পাশাপাশি এইচআর বিভাগে কর্মরতদের voluntary buyout offers- ও পাঠানো হয়েছে অ্যামাজনের তরফে।

অ্যামাজনের কতজন কর্মী চাকরি খোয়াবেন তার নির্দিষ্ট সংখ্যা এখনও প্রকাশ্যে আসেনি।

অ্যামাজনের আগে ট্যুইটার এবং মেটা- ও কর্মী ছাঁটাই করেছে।