প্রতিদিনের কাজেই প্রয়োজন হয় হোয়াটসঅ্য়াপ কিন্তু এই অ্যাপেই প্রয়োজন সাবধানতাও সিকিউরিটি নোটিফিকেশন অন করতে হবে নতুন কোনও ফোন বা ল্যাপটপ থেকে চ্যাটে ঢুকলেই নতুন সিকিউরিটি কোড আসবে টু-স্টেপ ডেরিফিকেশন চালু করতে হবে। এর ফলে আপনার অনুপস্থিতিতে কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না প্রথমে মেনু, সেখান থেকে সেটিংস, তারপর অ্যাকাউন্টের গিয়ে টু স্টেপ ভেরিফিকেশন অন করা যায়। ক্লাউড ব্যাকআপ বন্ধ করা যায়, অনেকসময় এই ব্যাকঅ্যাপ থেকেও তথ্য ফাঁস হতে পারে। কাজের জন্য হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতেই হবে মনে করে প্রতিবার ব্যবহারের পরে লগ আউট করতে ভুলবেন না।