হোয়াটসঅ্যাপে চালু 'পোল' ফিচার, অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সানে পাওয়া যাবে সুবিধা। আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের লেটেস্ট আপডেটেড ভার্সান থাকলে এই সুবিধা পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ ওয়েবের জন্য এখনও এই পোল অপশন চালু হয়নি। অনুমান করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ ওয়েবেও ক্রিয়েট পোল অপশন চালু হবে। হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও এই পোল অপশন পাওয়া যাবে। একটি পোল তৈরি করার সময় ইউজাররা ১২টা পর্যন্ত অপশন যুক্ত করতে পারবেন। যদি একই অপশন আপনি দু’বার টাইপ করে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপের তরফে আপনার কাছে সতর্কবার্তা আসবে। অন্যদিকে হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে কম্পানিয়ন মোড। কম্পানিয়ন মোড ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে এই কম্পানিয়ন মোড নিয়ে টেস্টিং চলছে।