হোয়াটসঅ্যাপে চালু 'পোল' ফিচার, অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সানে পাওয়া যাবে সুবিধা।
ABP Ananda
Image Source: Pexels

হোয়াটসঅ্যাপে চালু 'পোল' ফিচার, অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সানে পাওয়া যাবে সুবিধা।

আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের লেটেস্ট আপডেটেড ভার্সান থাকলে এই সুবিধা পাওয়া যাবে।
ABP Ananda
Image Source: Pexels

আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের লেটেস্ট আপডেটেড ভার্সান থাকলে এই সুবিধা পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপ ওয়েবের জন্য এখনও এই পোল অপশন চালু হয়নি।
ABP Ananda
Image Source: Pexels

হোয়াটসঅ্যাপ ওয়েবের জন্য এখনও এই পোল অপশন চালু হয়নি।

অনুমান করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ ওয়েবেও ক্রিয়েট পোল অপশন চালু হবে।
Image Source: Pexels

অনুমান করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ ওয়েবেও ক্রিয়েট পোল অপশন চালু হবে।

Image Source: Pexels

হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও এই পোল অপশন পাওয়া যাবে।

Image Source: Pexels

একটি পোল তৈরি করার সময় ইউজাররা ১২টা পর্যন্ত অপশন যুক্ত করতে পারবেন।

Image Source: নিজস্ব চিত্র

যদি একই অপশন আপনি দু’বার টাইপ করে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপের তরফে আপনার কাছে সতর্কবার্তা আসবে।

Image Source: নিজস্ব চিত্র

অন্যদিকে হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে কম্পানিয়ন মোড।

Image Source: নিজস্ব চিত্র

কম্পানিয়ন মোড ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে।

Image Source: Pexels

হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে এই কম্পানিয়ন মোড নিয়ে টেস্টিং চলছে।