ডিসেম্বরের মুম্বই। বান্দ্রার রাস্তায় এলোমেলো ঘুরে বেড়ানো, মাঝেমধ্যে গরম কফি। রবিবার দুুপুরটা এই ভাবেই কাটালেন বলি অভিনেত্রী অনন্যা পাণ্ডে। একা নয়, টিমের সঙ্গে। অলি-গলি ঢুঁ মারলেন। খাওয়াদাওয়াও হল প্রাণ ভরে। ইনস্টাগ্রাম জুড়ে সব কিছুর ছবি সাজিয়ে দিয়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে 'ড্রিম গার্ল ২' ছবির শুটিংয়ে ব্যস্ত চাঙ্কি পাণ্ডের কন্যা। তার মধ্যেই বান্দ্রায় ঘুরে বেড়ালেন। ছবি দেখে লোভ সামলাতে পারেননি তাঁর BFF সুহানা খান। অনন্যার ছবির পাশে লিখেছেন, 'আমাকেও নিয়ে যাও।' বড়পর্দায় শেষ বার বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে 'লাইগার' ছবিতে দেখা যায় অনন্যাকে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল 'লাইগার'। কিন্তু তাতে ছেদ পড়েনি কাজে। আয়ুষ্মান খুরানার সঙ্গে 'আ ড্রিম গার্ল ২'-তে অভিনয় করছেন অনন্যা। সিদ্ধান্ত চতুর্বেদী এবং আদর্শ গৌরবের সঙ্গে 'খো গয়ে হাম কহা'-তেও দেখা যাবে তাঁকে।