মা-বাবা, অর্থাৎ চাঙ্কি পান্ডে ও ভাবনা পান্ডের বিবাহবার্ষিকীতে তাক লাগিয়ে দিলেন অনন্যা পাণ্ডে। বিশেষ দিন উপলক্ষ্যে মা-বাবার বিয়ের ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছিল নিজেদের ছোটবেলার ছবিও। সঙ্গে মিষ্টি শুভেচ্ছাবার্তা। অনন্যা লিখেছেন, 'ভালোবাসা কতটা সহজ হতে পারে, সেটা শেখানোর জন্য তোমাদের ধন্যবাদ।' এমনিতে নিজের দুরন্ত ছবি পোস্ট করতেই থাকেন সোশ্যাল মিডিয়ায়। কাতারে কাতারে ভক্ত রয়েছে তাঁর। মঙ্গলবার ছিল পান্ডে দম্পতির ২৫ তম বিবাহবার্ষিকী। সেই নিয়ে অনন্যার পোস্টে কমেন্ট করেন আয়ুষ্মান খুরানা। লাভ রিঅ্যাকশন এসেছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নানা সাজগোজে দেখা যায় চব্বিশ বছরের এই গ্ল্যামারাস অভিনেত্রীকে। বড়পর্দায় তাঁর শেষ ছবি ছিল 'লাইগার।' সেটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও টানা কাজ করে চলেছেন অনন্যা।