মিস ইউনিভার্সের মঞ্চ সাক্ষী থাকে কত অজানা গল্পের। ব্যতিক্রম নয় ২০২২ সালের মঞ্চও।

ঠাণ্ডা পানীয়র ক্যানের ঢাকনা ও হীরে দিয়ে তৈরি করা পোশাক পরলেন তাইল্যান্ডের এক প্রতিযোগী

ক্যানের পুল ট্যাবস জুড়ে জুড়ে বানানো হয়েছিল গোটা গাউন আর সেই পুল ট্যাবের প্রত্যেকটিতে বসানো ছিল একটি করে বড় হীরে

তাইল্যান্ড সুন্দরী অ্যানা সুয়েনগাম মিস ইউনিভার্স ২০২২-এর মঞ্চে ঘটিয়েছেন এই অদ্ভুত ঘটনা। কিন্তু কেন?

অ্যানা সুয়েনগামের মা-বাবা দুজনেই সাফাইকর্মী। ছোটবেলা থেকেই লড়াই করতে হয়েছে অ্যানাকে

ঠাণ্ডা পানীয়র ক্যানের ঢাকনা দিয়ে পোশাক তৈরি করে অ্যানা বোঝাতে চেয়েছেন তাঁর ছোটবেলার লড়াইয়ের কথা

এই পোশাক তাঁর মা ও বাবার কাজের প্রতি সম্মান প্রদর্শন করছে। অ্যানার এই পোশাক বানিয়েছে মণিরত