৩৮ বছর পূর্ণ করলেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। এদিন মিডিয়ার বন্ধুদের সঙ্গে কাটলেন জন্মদিনের কেক। কালো লেদার জ্যাকেট, টিশার্ট, ডেনিম জিন্সে বেশ মানিয়েছিল অভিনেতাকে। কেক কেটে খাইয়ে দিলেন মিডিয়া বন্ধুদের। বলিউডে জল্পনা আগামী ফেব্রুয়ারি মাসে বিয়ে সারবেন অভিনেতা। কিয়ারা আডবাণীর সঙ্গে বিয়ে হবে বলেই খবর সূত্রের। 'শেরশাহ' ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন সিদ্ধার্থ ও কিয়ারা। এদিন আদুরে একটি ছবি পোস্ট করে সিদ্ধার্থকে শুভেচ্ছা জানান কিয়ারা। ক্যাপশনে লিখলেন, 'বার্থডে বয়, কোন দিকে তাকিয়ে আছ?' সিদ্ধার্থকে এরপর 'মিশন মজনু' ছবিতে দেখতে পাওয়া যাবে।