Image Source: Pexels

পুজোর সময় সকলেই নজর দেন সাজগোজে। সারাবছর মেকআপ না করলেও পুজো স্পেশাল সাজে মেকআপ কিন্তু মাস্ট।

Image Source: Pexels

আর এই মেকআপ ত্বকের উপর লাগানো হচ্ছে মানে সেইভাবে ত্বকের যত্ন নেওয়াও প্রয়োজন।

Image Source: Pexels

নাহলে ত্বক্র বারোটা বেজে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। তাই নিয়ম ত্বকের সঠিক পরিচর্যা ভীষণভাবে প্রয়োজন।

Image Source: Pexels

রোজ মেকআপ করার পরেও কীভাবে ত্বক ঝকঝকে এবং মোলায়েম রাখবেন সেটাই জেনে নেওয়া যাক।

Image Source: Pexels

বাইরে থেকে বাড়ি ফিরে আগে যত্ন করে মেকআপ তুলে নেওয়া প্রয়োজন। বিশেষ করে চোখের মেকআপ।

Image Source: Pexels

ভাল করে মুখ পরিষ্কারের পাশাপাশি ত্বক ময়শ্চারাইজ করাও প্রয়োজন।

Image Source: Pexels

তাই ভালভাবে মেকআপ তুলে মুখ পরিষ্কারের পর ময়শ্চারাইজার বা ক্রিম লাগানো বিশেষ ভাবে প্রয়োজন।

Image Source: Pexels

ত্বকের ধরণ অনুসারে ক্রিম বা ময়শ্চারাইজার ব্যবহার করুন। মাখতে পারেন স্কিন সিরামও।

Image Source: Pexels

ত্বকের জেল্লা বজায় রাখতে এবং মোলায়েম রাখতে মুখে স্ক্রাব করতে পারেন।

Image Source: Pexels

এছাড়াও ব্যবহার করতে পারেন ফেস মাস্ক। এর ফলে স্কিন হাইড্রেটেড থাকবে।