আনারসের জুসে রয়েছে বিভিন্ন গুণ

এটি অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ

অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় কোষের ক্ষতি এবং রোগ থেকে শরীরকে রক্ষা করতে পারে আনারস

প্রদাহ কমায়

আনারস জুসে রয়েছে ব্রোমেলিন জাতীয় এনজাইম। যা আঘাত বা সার্জারি থেকে সৃষ্টি প্রদাহ কমায়

হজমে সাহায্য করে

আনারস জুসের এনজাইম অ্যামাইনো অ্যাসিড ও পেপটিড ধারণ সহজ করে তোলে

রোগ প্রতিরাধ ক্ষমতা গড়ে তোলে

আনারসের জুসে ব্রোমেলিন ও ভিটামিন সি রয়েছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে

এছাড়াও আনারস জুসে রয়েছে-ভিটামিন, খনিজ, ম্যাঙ্গানিজ ও কপার