Image Source: Pexels

ত্বকের পরিচর্যায় কাঁচা দুধ দারুণ ভাবে কাজে লাগে। কী কী ভাবে ব্যবহার সম্ভব, দেখে নিন।

Image Source: Pexels

তবে খেয়াল রাখবেন ফোটানো দুধের বদলে কাঁচা দুধ ত্বকের যত্নে বেশি উপকারী।

Image Source: Pexels

শুধু দুধ নয়, দুধের সরও ত্বকের পরিচর্যায় খুবই সাহায্য করে।

Image Source: Pexels

ঠান্ডা কাঁচা দুধ ক্লেনজার হিসেবে সবচেয়ে ভাল। ত্বক নরম ও মোলায়েম রাখে।

Image Source: Pexels

কাঁচা দুধ তুলোয় ভিজিয়ে মুখ পরিষ্কার করলে কালচে দাগছোপ দূর হয়ে যায়।

Image Source: Pexels

কাঁচা দুধের সঙ্গে সামান্য মধু আর অলিভ অয়েল মিশিয়ে মুখে স্ক্রাব করতে পারেন।

Image Source: Pexels

দুধের সরের সঙ্গে সামান্য হলুদ আর অল্প অলিভ অয়েল মিশিয়ে মুখে ম্যাসাজ করুন।

Image Source: Pexels

ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই স্ক্রাব এবং ফেসপ্যাক ত্বকের জৌলুস ফেরাতে সাহায্য করে।

Image Source: Pexels

ব্রন, র‍্যাশের সমস্যা এবং ত্বকের দাগছোপ দূর করতে দারুণ ভাবে কাজে লাগে কাঁচা দুধ।

Image Source: Pexels

মিল্ক বেসড সাবান বা ফেশওয়াশ ত্বকের পক্ষে ভাল। ত্বক নরম ও মোলায়েম থাকে।