গত কয়েক দিন ধরে ইনস্টাগ্রামে দুরন্ত সব ছবি দিয়ে চলেছেন বাণী কাপুর। একা নয়, সঙ্গে রয়েছেন রণবীর কাপুরও। ভাবছেন কোনও ফটোশুট? ফটোশুট ঠিকই, তবে বিনা উপলক্ষ্যে নয়। 'শমশেরা' ছবিতে একসঙ্গে অভিনয় করছেন রণবীর-বাণী। সেই উপলক্ষ্যেই একের পর এক ছবি। শনিবার সেই সিরিজে নতুন সংযোজন দেখা গেল বাণীর ইনস্টাগ্রামে। 'ফিতুর' ক্য়াপশন দিয়ে দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। 'ফিতুর' শুধু ক্যাপশন নয়, 'শমশেরা' ছবির অন্যতম গানও বটে। সবটাই ছবির প্রচার, বুঝতে পেরে মুগ্ধ ভক্তরা।